চেয়ারপারসন যেখানে উন্নত চিকিৎসা চান, সেখানে পাঠানো উচিত: রিজভী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে মুক্তি দিয়ে চেয়ারপারসন যেখানে উন্নত চিকিৎসা চান, সেখানে পাঠানো উচিত।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়।
সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিচলিত হয়ে যান বলেও মন্তব্য করেন রিজভী। তিনি আরও বলেন, এখন ডিসি-এসপিরা নৌকার পক্ষে ভোট চায়। তারা কাউকে পছন্দ করতে পারেন, ভোট দিতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের পক্ষে ভোট চাইতে পারেন না।
সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।