ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফেনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফেনী সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:২৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্বশুর বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সাবেক সেনা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২৯শে সেপ্টম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নিজকুঞ্জরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯), তাঁর স্ত্রী সালমা আক্তার (৪৮) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মনা মিয়া (৩০)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সমিতির বাজারের পাশে নিজকুঞ্জরা এলাকার চট্টগ্রামমুখী লেনের পাশে একটি গ্যাস পাম্প আছে। ওই পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে রওয়ানা দিয়েছিল সেনা কর্মকর্তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশারটি। এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতের সেনা কর্মকর্তার ভাই ও ঘোপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তাঁর ভাই ও ভাবি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফেনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ০৬:২৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

শ্বশুর বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সাবেক সেনা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২৯শে সেপ্টম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নিজকুঞ্জরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯), তাঁর স্ত্রী সালমা আক্তার (৪৮) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মনা মিয়া (৩০)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সমিতির বাজারের পাশে নিজকুঞ্জরা এলাকার চট্টগ্রামমুখী লেনের পাশে একটি গ্যাস পাম্প আছে। ওই পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে রওয়ানা দিয়েছিল সেনা কর্মকর্তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশারটি। এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতের সেনা কর্মকর্তার ভাই ও ঘোপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তাঁর ভাই ও ভাবি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।