‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’
- আপডেট সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্য খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে।
শনিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের ওপর মামলা ও তার সাজার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে খালেদা জিয়া, আমান উল্লাহ আমানসহ বিএনপি নেতারা জেলে আছে। জনগণকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে পাতানো নির্বাচনের ছক বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি প্রত্যাখ্যান করেছেন। খালেদা জিয়াকে চিকিৎসা না দেয়া, চিকিৎসা বঞ্চিত করা শেখ হাসিনা তার বক্তব্যের মধ্যদিয়ে এর দায় নিয়েছে। এটি দেশে বিদেশে জবাবদিহি করতে হবে।