জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৯ বার পড়া হয়েছে
জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। আটকা রয়েছেন আরও ১৫ জন। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়, জিম্বাবুয়ের রাজধানী হারারের ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বে হর্স সোনার খনি ধসে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়েন।
এদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী। কি কারণে খনিটি ধসে পড়েছে তা জানা যায়নি।
জিম্বাবুয়ের মাইনার্স ফেডারেশন জানায়, তাদের মহাসচিব এবং চেগুটু শহরের মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করবেন।
জিম্বাবুয়েতে খনি ধসে পড়ার ঘটনা সচরাচর ঘটে না। ২০১৯ সালে জিম্বাবুয়েতে খনি দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়।