ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টক শোতে দুই নেতার ‘রেসলিং’!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫০০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক ইস্যু নিয়ে এক টেলিভিশন টক শোতে নেতাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা প্রায়ই ঘটে। মাঝে মাঝে হাতাহাতিও হয়। পাকিস্তানে যা হলো, তা হাতাহাতির চেয়েও বেশি। ভিডিও দেখে মনে হবে, টক শো নয়, যেন রেসলিং খেলতে এসেছেন দুই নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ টক শো চলছিল। এতে অংশ নিয়েছিলেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা শের আফজাল মারওয়াত ও মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খান।

এ দুই নেতা কাছেই বসেছিলেন। এক পর্যায়ে মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খানের কথায় রেগে যান শের আফজাল মারওয়াত। এর পর পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এই নেতা তাঁকে থাপ্পড় দেন ও মারতে শুরু করেন।

আফনাউল্লাহ খানও পরে শের আফজাল মারওয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দেন। দুজনের মধ্যে লেগে যায় হাতাহাতি। পরে বাকিরা এসে দুজনকে আলাদা করেন।

এ ঘটনার একটি ভিডিও এক্সে (টুইটারের নতুন নাম) ছড়িয়ে পড়েছে। এতে দুই দলের কর্মীরাও শুরু করেছেন কথার লড়াই।

https://twitter.com/i/status/1707431397261037579

নিউজটি শেয়ার করুন

টক শোতে দুই নেতার ‘রেসলিং’!

আপডেট সময় : ০৬:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

রাজনৈতিক ইস্যু নিয়ে এক টেলিভিশন টক শোতে নেতাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা প্রায়ই ঘটে। মাঝে মাঝে হাতাহাতিও হয়। পাকিস্তানে যা হলো, তা হাতাহাতির চেয়েও বেশি। ভিডিও দেখে মনে হবে, টক শো নয়, যেন রেসলিং খেলতে এসেছেন দুই নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ টক শো চলছিল। এতে অংশ নিয়েছিলেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা শের আফজাল মারওয়াত ও মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খান।

এ দুই নেতা কাছেই বসেছিলেন। এক পর্যায়ে মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খানের কথায় রেগে যান শের আফজাল মারওয়াত। এর পর পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এই নেতা তাঁকে থাপ্পড় দেন ও মারতে শুরু করেন।

আফনাউল্লাহ খানও পরে শের আফজাল মারওয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দেন। দুজনের মধ্যে লেগে যায় হাতাহাতি। পরে বাকিরা এসে দুজনকে আলাদা করেন।

এ ঘটনার একটি ভিডিও এক্সে (টুইটারের নতুন নাম) ছড়িয়ে পড়েছে। এতে দুই দলের কর্মীরাও শুরু করেছেন কথার লড়াই।

https://twitter.com/i/status/1707431397261037579