অক্টোবর জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ০৫:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে রাজপথে কাউকে সন্ত্রাস-নৈরাজ্য করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের সম্পাদকমন্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বলেন, সরকার পতনের হুমকিকে ভয় পায়না আওয়ামী লীগ। অক্টোবরে মাসব্যাপী দলীয় কর্মসূচীও ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকার পাশ্ববর্তী জেলাগুলোর সাংগঠনিক শাখা এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীদের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার জনগনের শক্তিতে চলে। তাই সরকার পতনের হুমকিধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। যারা অক্টোবরে সরকার পতনের স্বপ্ন দেখছে, তাদেরই পতন হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি আন্দোলনের নামে সহিংসতার দিকে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত চলছে।
অক্টোবর মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে, আগামী ৩রা অক্টোবর সাভারের আমিন বাজারে শান্তি সমাবেশ। এছাড়া ৭ই অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরে সমাবেশ। ১০ই অক্টোবর পদ্মা রেলসেতুর উদ্বোধনের পরে সুধী সমাবেশ। ২৩শে অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধনের পর মতিঝিল শাপলা চত্বরে মহাসমসাবেশ। এছাড়া, ২৮শে অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ।