ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কয়েদির সঙ্গে যৌন সম্পর্ক, নারী গার্ডদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক ফিলিস্তিনি কয়েদির সঙ্গে যৌন সম্পর্কের জেরে কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে নারী গার্ডদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইসরায়েলিদের ওপর ভয়াবহ হামলা চালানোর দায়ে আটক এক ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি নারী গার্ডের যৌন সম্পর্ক করার তথ্য ফাঁস হয়। পরবর্তীতে জানা যায়, ওই ফিলিস্তিনির সঙ্গে আরও কয়েকজন নারী গার্ড যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ওই ইসরায়েলি নারী সামরিক বাহিনীতে বাধ্যতামূলক চাকরি করছিলেন। প্রত্যেক ইসরায়েলি নারীকে ২ বছর ও পুরুষকে ৩২ মাস বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কাজ করতে হয়।

অভিযুক্ত ওই নারী গার্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফিলিস্তিনি ওই বন্দীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল কর্তৃপক্ষ। এ ছাড়া ইসরায়েলি আদালত নির্দেশ দিয়েছেন, ওই জেলের নামও যেন প্রকাশ না করা হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী গার্ড জানিয়েছেন, একই ফিলিস্তিনি বন্দীর সঙ্গে আরও চার নারী গার্ডের যৌন সম্পর্ক চলছিল। ইসরায়েলি প্রিজন সার্ভিস (আইপিএস) জানায়, ফিলিস্তিনী ওই কয়েদিকে অন্য সেলে স্থানান্তর করা হয়।

গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির বলেন, যেসব কারাগারে সন্ত্রাসী ফিলিস্তিনিরা আছেন সেখানে আর কোনো নারী সেনা দায়িত্ব পালন করতে পারবেন না। আর ২০২৫ সালের মধ্যে জেলের গার্ড হিসেবে একজন নারীকেও রাখা হবে না।

নিউজটি শেয়ার করুন

কয়েদির সঙ্গে যৌন সম্পর্ক, নারী গার্ডদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল

আপডেট সময় : ০৭:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

এক ফিলিস্তিনি কয়েদির সঙ্গে যৌন সম্পর্কের জেরে কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে নারী গার্ডদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইসরায়েলিদের ওপর ভয়াবহ হামলা চালানোর দায়ে আটক এক ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি নারী গার্ডের যৌন সম্পর্ক করার তথ্য ফাঁস হয়। পরবর্তীতে জানা যায়, ওই ফিলিস্তিনির সঙ্গে আরও কয়েকজন নারী গার্ড যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ওই ইসরায়েলি নারী সামরিক বাহিনীতে বাধ্যতামূলক চাকরি করছিলেন। প্রত্যেক ইসরায়েলি নারীকে ২ বছর ও পুরুষকে ৩২ মাস বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কাজ করতে হয়।

অভিযুক্ত ওই নারী গার্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফিলিস্তিনি ওই বন্দীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল কর্তৃপক্ষ। এ ছাড়া ইসরায়েলি আদালত নির্দেশ দিয়েছেন, ওই জেলের নামও যেন প্রকাশ না করা হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী গার্ড জানিয়েছেন, একই ফিলিস্তিনি বন্দীর সঙ্গে আরও চার নারী গার্ডের যৌন সম্পর্ক চলছিল। ইসরায়েলি প্রিজন সার্ভিস (আইপিএস) জানায়, ফিলিস্তিনী ওই কয়েদিকে অন্য সেলে স্থানান্তর করা হয়।

গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির বলেন, যেসব কারাগারে সন্ত্রাসী ফিলিস্তিনিরা আছেন সেখানে আর কোনো নারী সেনা দায়িত্ব পালন করতে পারবেন না। আর ২০২৫ সালের মধ্যে জেলের গার্ড হিসেবে একজন নারীকেও রাখা হবে না।