মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীনপন্থী জোট প্রধান মোহাম্মদ মুইজু। শনিবারের রান-অফে ভারতপন্থী জোটের মোহামেদ সলিহকে পরাজিত করেন তিনি।
প্রাথমিক ফলাফলে মুইজু পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী ভারতপন্থী বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ভোট পেয়েছেন ৪৬ শতাংশ। এরইমধ্যে, বিজয় উল্লাস করেছে মুইজুর সমর্থকরা। প্রথম দফার ভোটেও ৪৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন মোহাম্মদ মুইজু।
এরআগে, গত ৯ সেপ্টেম্বর প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই জয়ী হওয়ার মতো পর্যাপ্ত ভোট না পাওয়ায় শীর্ষ দুটি দলের মধ্যে রান-অফ ভোট হওয়ার কথা জানিয়েছিলো মালদ্বীপের নির্বাচন কমিশন। মালদ্বীপের ১৮৭টি দ্বীপের ৫৮৬টি পোলিং স্টেশনে মোট দুই লাখ ৮২ হাজার ৮০৪ জন ভোটে অংশ নেন। এর বাইরে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ব্রিটেন ও আবুধাবিতেও রয়েছে ভোটকেন্দ্র। এ নির্বাচনে নজর ছিলো ভারত ও চীন দু'দেশেরই। ক্ষমতাসীন মোহামেদ সলিহ ভারতের সাথে সম্পর্ককে প্রাধান্য দিলেও, বিরোধী দল প্রধান মোহাম্মদ মুইজু চীনের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী।