‘খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে’
- আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এটা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছেন, নিজেদের দেশে কি করছেন তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছে সেখানে কোন পেশি শক্তি টিকবে না।
তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোন অপশক্তি দমাতে পারেনি, পারবে না।
১৪ দলের সকলে মিলে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।
জনসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।