১ কোটি কিশোরী পাবে জরায়ু ক্যান্সারের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সারাদেশে ১ কোটি কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উদ্যোগে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) এ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এক ডোজ এইচপিভি টিকা দেয়া শুরু হয়েছে। আগামী ১৫ই অক্টোবর থেকে পুরো কার্যক্রম চলবে। প্রাথমিক অবস্থায় রাজধানীতে দেয়া হবে। পরে অন্যান্য জেলায় দেয়া হবে। এই টিকা দিয়েছে গ্যাভী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।