১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কেরালায় না গিয়ে মুম্বাইয়ে ফিরেছেন কোহলি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৮:২৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ৭৭ দেখেছেন

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে কেরালার ত্রিভান্দুরামে এখন ভারত দল। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি গৌহাটি থেকে দলের সাথে কেরালায় না গিয়ে মুম্বাইয়ে ফিরেছেন। গণমাধ্যমে খবর, ‘জরুরি ব্যক্তিগত কাজে’ মুম্বাইয়ে গেলেও বিসিসিআই বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্রের বরাতে আয়োজক দেশটির গণমাধ্যম বলছে, ‘বিরাট কোহলি ব্যক্তিগত কাজে মুম্বাইয়ে গেছেন। দলের সাথে শিগগিরই যোগ দেবেন ৩৪ বর্ষী তারকা ব্যাটার। ভারতীয় বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।’

জরুরি ব্যক্তিগত কাজ কী, সেটি কোনো পক্ষই এখনও জানায়নি। আশা করা হচ্ছে, শিগগিরই কোহলি দলের সাথে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া সিরিজের শেষ ম্যাচে খেলেছেন তিনি। ৫৬ রান করলেও ভারত হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত অবশ্য তার আগেই সিরিজ জিতে এগিয়ে ছিল।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

কেরালায় না গিয়ে মুম্বাইয়ে ফিরেছেন কোহলি

আপডেট : ০৮:২৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে কেরালার ত্রিভান্দুরামে এখন ভারত দল। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি গৌহাটি থেকে দলের সাথে কেরালায় না গিয়ে মুম্বাইয়ে ফিরেছেন। গণমাধ্যমে খবর, ‘জরুরি ব্যক্তিগত কাজে’ মুম্বাইয়ে গেলেও বিসিসিআই বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্রের বরাতে আয়োজক দেশটির গণমাধ্যম বলছে, ‘বিরাট কোহলি ব্যক্তিগত কাজে মুম্বাইয়ে গেছেন। দলের সাথে শিগগিরই যোগ দেবেন ৩৪ বর্ষী তারকা ব্যাটার। ভারতীয় বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।’

জরুরি ব্যক্তিগত কাজ কী, সেটি কোনো পক্ষই এখনও জানায়নি। আশা করা হচ্ছে, শিগগিরই কোহলি দলের সাথে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া সিরিজের শেষ ম্যাচে খেলেছেন তিনি। ৫৬ রান করলেও ভারত হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত অবশ্য তার আগেই সিরিজ জিতে এগিয়ে ছিল।