ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এশিয়াডে কাবাডিতে বাংলাদেশকে হারালো ভারত

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাবাডিতে ভারতের কাছে হারলো বাংলাদেশ। ম্যাচের ফল ৫৫-১৮। মঙ্গলবার সকালেই ছিল ভারত ও বাংলাদেশের কাবাডি ম্যাচ। সেখানে ভারতের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ভারতীয় প্লেয়ারদের খেলায় ছিল পেশাদারি দক্ষতা ও পরিকল্পনা। গতবার ইরান কাবাডিতে সোনা পেয়েছিল। এবার ভারতও তার দাবিদার।

ভারতে এখন প্রো-কাবাডি লিগ বেশ জনপ্রিয়। ফলে এই খেলার প্রতি আবার মানুষের আগ্রহ বাড়ছে। নতুন করে কবাডি খেলার দিকে ঝুঁকছেন অনেকে।

প্রথমেই নবীন কুমার ও অর্জুন দেশওয়ালের দাপটে ভারত ১১-১ পয়েন্টে এগিয়ে যায়।

ভারতের ডিফেন্স প্রথম থেকেই ভালো খেলছিল। বাংলাদেশের ডিফেন্স প্রথমে একটু নড়বড়ে থাকলেও পরের দিকে তা ভালো প্রতিরোধ গড়ে তোলে। ভারতের অধিনায়ক পবন শেরাওয়াতকে তারা আউট করে দেয়। একই দশা হয় নবীন কুমারেরও। কিন্তু বাংলাদেশের আক্রমণভাগ দাগ কাটতে পারেনি।

ক্রিকেটে সেমিফাইনালে ভারত
ক্রিকেটে নেপালকে ২৩ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেটে ২০২ রান তোলে ভারত। যশস্বী জয়সওয়াল ৪৯ বলে শতরান করেন। রিঙ্কু সিং ১৫ বলে ৩৭ ও সুমন দুবে ১৯ বলে ২৫ রান করেন। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২৩ বলে ২৫ রান করেন।

একটা সময় নেপালের ব্যাটারও রীতিমতো ভালো ব্যাট করছিলেন। বিশেষ করে দীপেন্দ্র সিং(১৫ বলে ৩২) ও সন্দীপ জোরা(১২ বলে ২৯)। শেষ পর্যন্ত নেপাল ২০ ওভারে নয় উইকেটে ১৭৯ রান করে।

নিউজটি শেয়ার করুন

এশিয়াডে কাবাডিতে বাংলাদেশকে হারালো ভারত

আপডেট সময় : ০৭:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

কাবাডিতে ভারতের কাছে হারলো বাংলাদেশ। ম্যাচের ফল ৫৫-১৮। মঙ্গলবার সকালেই ছিল ভারত ও বাংলাদেশের কাবাডি ম্যাচ। সেখানে ভারতের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ভারতীয় প্লেয়ারদের খেলায় ছিল পেশাদারি দক্ষতা ও পরিকল্পনা। গতবার ইরান কাবাডিতে সোনা পেয়েছিল। এবার ভারতও তার দাবিদার।

ভারতে এখন প্রো-কাবাডি লিগ বেশ জনপ্রিয়। ফলে এই খেলার প্রতি আবার মানুষের আগ্রহ বাড়ছে। নতুন করে কবাডি খেলার দিকে ঝুঁকছেন অনেকে।

প্রথমেই নবীন কুমার ও অর্জুন দেশওয়ালের দাপটে ভারত ১১-১ পয়েন্টে এগিয়ে যায়।

ভারতের ডিফেন্স প্রথম থেকেই ভালো খেলছিল। বাংলাদেশের ডিফেন্স প্রথমে একটু নড়বড়ে থাকলেও পরের দিকে তা ভালো প্রতিরোধ গড়ে তোলে। ভারতের অধিনায়ক পবন শেরাওয়াতকে তারা আউট করে দেয়। একই দশা হয় নবীন কুমারেরও। কিন্তু বাংলাদেশের আক্রমণভাগ দাগ কাটতে পারেনি।

ক্রিকেটে সেমিফাইনালে ভারত
ক্রিকেটে নেপালকে ২৩ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেটে ২০২ রান তোলে ভারত। যশস্বী জয়সওয়াল ৪৯ বলে শতরান করেন। রিঙ্কু সিং ১৫ বলে ৩৭ ও সুমন দুবে ১৯ বলে ২৫ রান করেন। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২৩ বলে ২৫ রান করেন।

একটা সময় নেপালের ব্যাটারও রীতিমতো ভালো ব্যাট করছিলেন। বিশেষ করে দীপেন্দ্র সিং(১৫ বলে ৩২) ও সন্দীপ জোরা(১২ বলে ২৯)। শেষ পর্যন্ত নেপাল ২০ ওভারে নয় উইকেটে ১৭৯ রান করে।