বৃষ্টির কারণে ইংল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসের বিরদ্ধে ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। অবিরাম বৃষ্টির কারণে টস ছাড়াই তিরুবন্তুপুরমে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাতিল করা হয়েছে। ফলে বিশ্বকাপের আগে মাঠে গা গরম করা হলো না রোহিত-কোহলিদের।
এর আগে গেল ৩০শে সেপ্টেম্বর গোয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ওই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিতরা। এরপর হানা দেয় বেরসিক বৃষ্টি। পরবর্তীতে ম্যাচ অফসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেন।
ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করে আইসিসি। ভারতের প্রস্তুতিমূলক দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তুতি ছাড়াই সরাসরি মাঠের লড়াইয়ে নামতে হবে। অবশ্য প্রস্তুতি ম্যাচ না খেললেও রোহিত শর্মা-বিরাট কোহলিদের সমস্যা হওয়ার কথা নয়। তার কারণ গত মাসেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ২-১ ব্যবধানে জিতেছে। আগামী ৮ ই অক্টোবর চেন্নাইয়ে বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক দেশ ভারত।