ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয়: খন্দকার আল মঈন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয় বলে জানিয়েছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ভিসা নীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভেতরে অস্বস্তি কাজ করেছে। র‌্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, ‘যে ভিসানীতির কথা বলছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাবের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনও চলমান। তাই এই বিষয় (ভিসা নীতি) নতুন না। আমরা মনে করি র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘ভিসা নীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনও চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমনকি জামাতুল আনসার আল হিন্দাল শারক্বিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে ওপরে ফেলার কাজ র‌্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।’

খন্দকার মঈন আরও বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে শীর্ষ সন্ত্রাসীরা জামিন নিচ্ছেন না। তবে তাদের অনুসারীদের জামিন করাতে দেখা যাচ্ছে। আমরা দেশের শীর্ষ সন্ত্রাসীদের এইসব অনুসারীদেরও তথ্য সংগ্রহ করছি।’

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয়: খন্দকার আল মঈন

আপডেট সময় : ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয় বলে জানিয়েছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ভিসা নীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভেতরে অস্বস্তি কাজ করেছে। র‌্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, ‘যে ভিসানীতির কথা বলছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাবের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনও চলমান। তাই এই বিষয় (ভিসা নীতি) নতুন না। আমরা মনে করি র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘ভিসা নীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনও চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমনকি জামাতুল আনসার আল হিন্দাল শারক্বিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে ওপরে ফেলার কাজ র‌্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।’

খন্দকার মঈন আরও বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে শীর্ষ সন্ত্রাসীরা জামিন নিচ্ছেন না। তবে তাদের অনুসারীদের জামিন করাতে দেখা যাচ্ছে। আমরা দেশের শীর্ষ সন্ত্রাসীদের এইসব অনুসারীদেরও তথ্য সংগ্রহ করছি।’

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।