ইতিহাসে প্রথমবার অনাস্থা ভোটে পদচ্যুত মার্কিন স্পিকার ম্যাকার্থি
- আপডেট সময় : ০৬:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৪৩৬ বার পড়া হয়েছে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইন প্রণেতাদের ভোটে পদ হারালেন স্পিকার কেভিন ম্যাকার্থি। এতে তার বিপক্ষে ২১৬ ও পক্ষে ভোট দিয়েছেন ২১০ জন। দেশটির ইতিহাসে প্রথমবার কোন স্পিকারকে অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত করা হলো।
মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় হওয়া ভোটে পদচ্যুত হন তিনি। বিপক্ষে ভোট দেয়া ২১৬ জনের মধ্যে ২০৮ জনই ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকিরা তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য।
এর আগে সোমবার তার বিরুদ্ধ অনাস্থা প্রস্তাব তোলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ। কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে ম্যাকার্থির পদক্ষেপের ঘাটতি রয়েছে। এমন অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।
সরকারি সংস্থাকে অর্থায়নের জন্য ডেমোক্র্যাটদের সহায়তায় ‘স্টপগ্যাপ বিল’ পাস করার পর থেকেই দলের রোষানলে ছিলেন ম্যাকার্থি। এর জেরে চলতি সপ্তাহ থেকেই উত্তেজনা শুরু হয় এই দুই রিপাবলিকানের মধ্যে।
ম্যাকার্থি বলেন, আমি পরিস্থিতি অনুযায়ী ঠিক কাজটিই করেছি, তাই আমার কোন অনুশোচনা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলেই ডেমোক্র্যাটরা এমন করেছে। এধরনের সিদ্ধান্তই প্রমাণ করে সরকার কতটা ব্যর্থ। আর ম্যাট গেটজ যা করেছে তার পুরোটাই ব্যক্তিগত রেষারেষি থেকে। আলোচনায় থাকতেই সে এসবে জড়িয়েছে।
ম্যাকার্থির পর অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্যাট্রিক ম্যাকহেনরিকে। আগামী ১১ই অক্টোবর প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার নির্বাচনে ভোট হতে পারে। এই পদে লড়তে পারেন লুইজিয়ানার স্টিভ স্ক্যালিজ ও মিনেসোটার রিপাবলিকান টম এমার।
এর আগে ২০১০ ও ২০১৫ সালে প্রতিনিধি পরিষদের স্পিকারকে উৎখাতে অনাস্থা ভোট হলেও তা সফল হয়নি।