ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইতালিতে ফ্লাইওভার থেকে পড়ে বাসে আগুন, নিহত ২১

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিতে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে পর্যটকাবাহী একটি বাসে আগুন লেগে ২ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে শিশু ও বিদেশি পর্যটক রয়েছেন।

গতকাল দেশটির স্থানীয় সময় স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৮টায় উত্তর ইতালির ভেনিসের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বাসটি ভেনিস থেকে মারঘেরা জেলার দিকে যাচ্ছিল। এসময় বাসটি ফ্লাইওভারের বাধা ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা বলে জানা গেছে।

দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া জানিয়েছেন, হতাহতদের মধ্যে শুধু ইতালীয় নয়, বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইতালিতে ফ্লাইওভার থেকে পড়ে বাসে আগুন, নিহত ২১

আপডেট সময় : ০৬:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

ইতালিতে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে পর্যটকাবাহী একটি বাসে আগুন লেগে ২ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে শিশু ও বিদেশি পর্যটক রয়েছেন।

গতকাল দেশটির স্থানীয় সময় স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৮টায় উত্তর ইতালির ভেনিসের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বাসটি ভেনিস থেকে মারঘেরা জেলার দিকে যাচ্ছিল। এসময় বাসটি ফ্লাইওভারের বাধা ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা বলে জানা গেছে।

দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া জানিয়েছেন, হতাহতদের মধ্যে শুধু ইতালীয় নয়, বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।