০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাহী আদেশে খালেদাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই: আইনমন্ত্রী

নির্বাহী আদেশের বিধান অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করার অপশন আছে।

আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া আইনি বিষয়, এখানে কোনো রাজনীতি নেই জানিয়ে আইনমন্ত্রী দাবি করে বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের ইস্যুতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা জানান আইনমন্ত্রী।

খালেদা জিয়াকে সরকার ভয় পায় না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ফৌজদারি আইনের ৪০১ ধারায় তাঁকে দুই শর্তে দণ্ড স্থগিত করা হয়েছে, একই ধারায় তাঁকে বিদেশ যাবার অনুমতি দেওয়ার সুযোগ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ভালো করে, জেনে বুঝে জনগণকে তার তথ্য দেওয়া উচিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যোসেফকে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা বলে ক্ষমা করেছেন। রাষ্ট্রপতির কাছে কেউ যদি দোষ স্বীকার করে ক্ষমা চান, তাহলে তিনি ক্ষমা করতে পারেন। সেটা তাঁর বিষয়।

হাজী সেলিমের বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল না বলেও জানান আইনমন্ত্রী। আপিল বিভাগ যে নির্দিষ্ট তারিখে তাঁকে আত্মসমর্পণ করতে বলেছিলেন তার আগেই তিনি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন। আর আসম রব মার্শাল ল-এর অধীনেই বিদেশে চিকিৎসা নিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

নির্বাহী আদেশে খালেদাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই: আইনমন্ত্রী

আপডেট : ১১:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

নির্বাহী আদেশের বিধান অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করার অপশন আছে।

আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া আইনি বিষয়, এখানে কোনো রাজনীতি নেই জানিয়ে আইনমন্ত্রী দাবি করে বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের ইস্যুতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা জানান আইনমন্ত্রী।

খালেদা জিয়াকে সরকার ভয় পায় না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ফৌজদারি আইনের ৪০১ ধারায় তাঁকে দুই শর্তে দণ্ড স্থগিত করা হয়েছে, একই ধারায় তাঁকে বিদেশ যাবার অনুমতি দেওয়ার সুযোগ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ভালো করে, জেনে বুঝে জনগণকে তার তথ্য দেওয়া উচিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যোসেফকে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা বলে ক্ষমা করেছেন। রাষ্ট্রপতির কাছে কেউ যদি দোষ স্বীকার করে ক্ষমা চান, তাহলে তিনি ক্ষমা করতে পারেন। সেটা তাঁর বিষয়।

হাজী সেলিমের বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল না বলেও জানান আইনমন্ত্রী। আপিল বিভাগ যে নির্দিষ্ট তারিখে তাঁকে আত্মসমর্পণ করতে বলেছিলেন তার আগেই তিনি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন। আর আসম রব মার্শাল ল-এর অধীনেই বিদেশে চিকিৎসা নিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।