পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি ঠেকানো সম্ভব: সিইসি
- আপডেট সময় : ০৭:৫৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক কমিশনার ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে প্রার্থীদের পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব।
বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক এই বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
“অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা” শীর্ষক এই সেমিনার সকাল ১১ টায় রাজধানী আগারগাওয়ে কমিশন ভবনে শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই সেমিনারে সভাপতিত্ব করছেন। স্বাগত বক্তব্যে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।
সিইসি আরও বলেন, নির্বাচনে শক্তি প্রয়োগ করার বিষয় চিরকালই হয়ে আসছে। প্রদান উদ্দেশ্য হচ্ছে ভোটাদের ভোটাধিকার। কী কী অনিয়ম হতে পারে সে বিষয়ে আমরা জানতে চাই। সেটা জানতে পারলে আমরা হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।
অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আলোচকদের কেউ কেউ। তারা বলছেন-প্রধান বিরোধী দল না আসলে সেটা অংশগ্রহণমূলক হয় না। সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর জোর দেন তারা।
বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, সাবেক নির্বাচন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।