শুক্রবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টি হবে

- আপডেট সময় : ০৬:৫৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৪৮৮ বার পড়া হয়েছে

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়ায়, উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।’
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছ, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া চলতি মাসের এগারো তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের চক্রাকার আবর্তন তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি শক্তি অর্জন করলে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে, ভারী বর্ষণ ও দমকা হাওয়ার শঙ্কা রয়েছে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।