ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বের করে দেওয়া হলো জো বাইডেনের কুকুরকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেশ কয়েকজন কর্মীকে কামড়ানোর পর হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডারকে বের করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান।

এর আগে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস বা বাইডেনের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ২০২১ সাল থেকে ১১ বার কামড়িয়েছে কমান্ডার।

এ নিয়ে বাইডেনের স্ত্রী জিলের যোগাযোগ বিভাগের পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার বলেন, কমান্ডার এখন হোয়াইট হাউসে নেই। সেখানে যারা কাজ করেন তাঁদের নিরাপত্তার বিষয়ে গভীর মনযোগী প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। কমান্ডারকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সবশেষ কমান্ডারকে দেখা যায় বলে জানিয়েছে সিএনএন। এর আগে গত জুলাইয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছিলেন, অনেক সময় হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পোষা প্রাণীগুলোর সমস্যা হয়। এখানকার চাপ তারা নিতে পারে না। তখন কিছুটা খ্যাপাটে আচরণ করে।

কমান্ডার জার্মান শেফার্ড জাতের কুকুর । এটিকে ২০২১ সালে হোয়াইট হাউসে নিয়ে আসা হয় । বাইডেন তাঁর ভাই জেমসের কাছ থেকে উপহার হিসেবে কমান্ডার পেয়েছিলেন। এর আগে কর্মীদের কামড়ানোর অভিযোগে মেজর নামে বাইডেনের আরেক কুকুরকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

বের করে দেওয়া হলো জো বাইডেনের কুকুরকে

আপডেট সময় : ০৮:১৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

বেশ কয়েকজন কর্মীকে কামড়ানোর পর হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডারকে বের করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান।

এর আগে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস বা বাইডেনের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ২০২১ সাল থেকে ১১ বার কামড়িয়েছে কমান্ডার।

এ নিয়ে বাইডেনের স্ত্রী জিলের যোগাযোগ বিভাগের পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার বলেন, কমান্ডার এখন হোয়াইট হাউসে নেই। সেখানে যারা কাজ করেন তাঁদের নিরাপত্তার বিষয়ে গভীর মনযোগী প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। কমান্ডারকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সবশেষ কমান্ডারকে দেখা যায় বলে জানিয়েছে সিএনএন। এর আগে গত জুলাইয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছিলেন, অনেক সময় হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পোষা প্রাণীগুলোর সমস্যা হয়। এখানকার চাপ তারা নিতে পারে না। তখন কিছুটা খ্যাপাটে আচরণ করে।

কমান্ডার জার্মান শেফার্ড জাতের কুকুর । এটিকে ২০২১ সালে হোয়াইট হাউসে নিয়ে আসা হয় । বাইডেন তাঁর ভাই জেমসের কাছ থেকে উপহার হিসেবে কমান্ডার পেয়েছিলেন। এর আগে কর্মীদের কামড়ানোর অভিযোগে মেজর নামে বাইডেনের আরেক কুকুরকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছিল।