শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ৫০০ বার পড়া হয়েছে

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব ইহসানুল করিম।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে গত বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দ্বিপক্ষীয় নানা বৈঠকের পাশাপাশি অংশ নেন উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে।
১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে গত ৩০ সেপ্টেম্বর লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে যোগ দেন প্রবাসীদের সংবর্ধনায়।