ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আরও দুদিন থাকবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সক্রিয় মৌসূমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশীদ আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। বজলুর রশীদ বলেন, শনিবার সারা দেশে বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহে ভারি থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

রোববার থেকে বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানান বজলুর রশীদ। তিনি বলেন, এরপর আবারও তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপপ্রবাহের শঙ্কা নেই।

এদিকে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৯ জেলায় আজও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বরিশালের খেপুপাড়ায় ১৭৩ মিলিমিটার। এসময় রাজধানীতে বৃষ্টি হয় ৪৩ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

আরও দুদিন থাকবে বৃষ্টি

আপডেট সময় : ০৮:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

সক্রিয় মৌসূমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশীদ আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। বজলুর রশীদ বলেন, শনিবার সারা দেশে বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহে ভারি থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

রোববার থেকে বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানান বজলুর রশীদ। তিনি বলেন, এরপর আবারও তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপপ্রবাহের শঙ্কা নেই।

এদিকে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৯ জেলায় আজও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বরিশালের খেপুপাড়ায় ১৭৩ মিলিমিটার। এসময় রাজধানীতে বৃষ্টি হয় ৪৩ মিলিমিটার।