চীনভিত্তিক ২৫ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৮:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
চীনভিত্তিক ২৫ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী মাদক ফেন্টানাইলের পাচার বন্ধে এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। গতকাল বুধবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, তারা মোট ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে চীনের রয়েছে ১২টি প্রতিষ্ঠান ও ১৩ জন ব্যক্তি।
এছাড়া কানাডার দুটি সংস্থা ও একজন ব্যক্তির ওপরও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বিশ্বে অবৈধ মাদক ছড়িয়ে পড়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আমরা মার্কিন এ নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করছি।
ফেন্টানাইল শক্তিশালী ব্যথানাশক। অতিরিক্ত সেবনে বাড়ে মৃত্যু ঝুঁকি। ২০২২ সালে এক লাখের বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী এটি।