ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল আগামী ১৩ অক্টোবর প্যারাগুয়ে এবং ১৮ অক্টোবর পেরুর মুখোমুখি হবে। ম্যাচ দুইটির জন্যই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

ঘোষিত দলে ফিরেছেন সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা বিশ্বকাপজয়ী পাওলো দিবালা। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি। আগের স্কোয়াডে থাকা ডি মারিয়া এবার বাদ পড়েছেন।

আর্জেন্টিনা স্কোয়াড :
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার : ওয়ালটার বেনিতেজ (পিএসভি), গনজালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), হার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লুকাস এস্কিভেল (অ্যাথলেতিকো পারানায়েন্স); লুকাস মার্টিনেজ (পিউরেন্তিনা) নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো ফেলেগরিনো (এসি মিলান), মার্কা আকুওনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), কালোর্স আলকারেজ (সাউদাম্পটন), জিওভানি লে সোলসো (ট্যটেনহাম) অ্যালেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেতিকো পারানায়েন্স);

ফরোয়ার্ড : পাওলো দিবালা (রোমা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ফাকুন্দো ফারিয়াস (ইন্টার মায়ামি), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেজ (ফিওরেন্তিনা), লুকাস ওকোম্পাস (সেভিয়া)।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেট সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল আগামী ১৩ অক্টোবর প্যারাগুয়ে এবং ১৮ অক্টোবর পেরুর মুখোমুখি হবে। ম্যাচ দুইটির জন্যই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

ঘোষিত দলে ফিরেছেন সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা বিশ্বকাপজয়ী পাওলো দিবালা। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি। আগের স্কোয়াডে থাকা ডি মারিয়া এবার বাদ পড়েছেন।

আর্জেন্টিনা স্কোয়াড :
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার : ওয়ালটার বেনিতেজ (পিএসভি), গনজালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), হার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লুকাস এস্কিভেল (অ্যাথলেতিকো পারানায়েন্স); লুকাস মার্টিনেজ (পিউরেন্তিনা) নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো ফেলেগরিনো (এসি মিলান), মার্কা আকুওনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), কালোর্স আলকারেজ (সাউদাম্পটন), জিওভানি লে সোলসো (ট্যটেনহাম) অ্যালেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেতিকো পারানায়েন্স);

ফরোয়ার্ড : পাওলো দিবালা (রোমা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ফাকুন্দো ফারিয়াস (ইন্টার মায়ামি), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেজ (ফিওরেন্তিনা), লুকাস ওকোম্পাস (সেভিয়া)।