পূর্ব ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৃহস্পতিবার টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘একটি শস্যভান্ডারকে টার্গেট করে এই হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলা বর্বরতার শামিল।’
এটি ক্ষেপণাস্ত্র হামলা ছিল বলে জানা যায়। খারকিভ অঞ্চলের কুপিয়ান্স নামক এলাকার কাছে এ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিবিসি বলছে, হোজা নামক গ্রামে স্থানীয় সময় দুপুরে ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে।
ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, একের পর এক হামলায় ধ্বংস হয়ে গেছে ভবন। চারদিকে শুধু ধ্বংসস্তুপ।
নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে জানা গেছে। এমন তথ্যই দিয়েছেন, খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেক সিনেগুবভ। তিনি বলেন, ‘আহতদের মধ্যেও শিশু রয়েছে।’