ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পরমাণু হামলা হলে একটি শত্রুকেও বাঁচতে দেব না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার সোচিতে একটি বৈঠকে অংশ নিয়ে তিনি এমনটি জানান।

এ সময় পুতিন বলেন, পরমাণু হামলা হলে আমাদের শত শত মিসাইল রয়েছে। এগুলোকে নিক্ষেপ করা হলে একটি শত্রুরও বাঁচার সম্ভাবনা থাকবে না। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত তৈরি কাজ প্রায় শেষ বলেও জানান পুতিন।

এদিকে পুতিন বুরেভেস্তনিকের সফল পরীক্ষার কথা বললেও তাঁর মুখপাত্র নিউইয়র্ক টাইমসের কাছে এটি অস্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০১৮ সালে এই ক্ষেপণাস্ত্রটি আনার ঘোষণা দেয় রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে এই প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া।

তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে , পরমাণু এ ক্ষেপনাস্ত্র নিয়ে ২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে ১৩টি পরীক্ষা চালায় রাশিয়া, তবে একটিতেও সফল হয়নি।

নিউজটি শেয়ার করুন

পরমাণু হামলা হলে একটি শত্রুকেও বাঁচতে দেব না: পুতিন

আপডেট সময় : ০৫:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার সোচিতে একটি বৈঠকে অংশ নিয়ে তিনি এমনটি জানান।

এ সময় পুতিন বলেন, পরমাণু হামলা হলে আমাদের শত শত মিসাইল রয়েছে। এগুলোকে নিক্ষেপ করা হলে একটি শত্রুরও বাঁচার সম্ভাবনা থাকবে না। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত তৈরি কাজ প্রায় শেষ বলেও জানান পুতিন।

এদিকে পুতিন বুরেভেস্তনিকের সফল পরীক্ষার কথা বললেও তাঁর মুখপাত্র নিউইয়র্ক টাইমসের কাছে এটি অস্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০১৮ সালে এই ক্ষেপণাস্ত্রটি আনার ঘোষণা দেয় রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে এই প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া।

তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে , পরমাণু এ ক্ষেপনাস্ত্র নিয়ে ২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে ১৩টি পরীক্ষা চালায় রাশিয়া, তবে একটিতেও সফল হয়নি।