ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদি। আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও স্বাধীনতা প্রচারের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নার্গিস।

নোবেল কমিটি জানিয়েছে, নার্গিস মোহাম্মদি একজন মানবাধিকারকর্মী ও স্বাধীনতা যোদ্ধা। মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁকে। ইরানের শাসকেরা নার্গিসকে ১৩ বার গ্রেফতার করেছে, ৫ বার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করা হয়েছে। নার্গিস মোহাম্মদি এখনও কারাগারে রয়েছেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে মৃত্যু হয় ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির। হিজাব আইন না মানায় এই তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাহসার মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হন। আহত হন শত শত ব্যক্তি। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে। নোবেল কমিটির পক্ষ থেকে ইরানে নারীদের নিয়ে দেশটির সরকারের বৈষম্যমূলক ও নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে গত বছর যে হাজার হাজার ইরানি নারী বিক্ষোভ করেছেন তাদের আন্দোলনেরও স্বীকৃতি দেওয়া হয়েছে।

নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তাঁর রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথমবারের মতো নোবেল দেওয়া শুরু হয়। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয় ১ কোটি সুইডিশ ক্রোনার। এ সময় বিজয়ীদের একটি করে সনদ ও স্বর্ণপদকও দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদি

আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদি। আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও স্বাধীনতা প্রচারের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নার্গিস।

নোবেল কমিটি জানিয়েছে, নার্গিস মোহাম্মদি একজন মানবাধিকারকর্মী ও স্বাধীনতা যোদ্ধা। মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁকে। ইরানের শাসকেরা নার্গিসকে ১৩ বার গ্রেফতার করেছে, ৫ বার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করা হয়েছে। নার্গিস মোহাম্মদি এখনও কারাগারে রয়েছেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে মৃত্যু হয় ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির। হিজাব আইন না মানায় এই তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাহসার মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হন। আহত হন শত শত ব্যক্তি। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে। নোবেল কমিটির পক্ষ থেকে ইরানে নারীদের নিয়ে দেশটির সরকারের বৈষম্যমূলক ও নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে গত বছর যে হাজার হাজার ইরানি নারী বিক্ষোভ করেছেন তাদের আন্দোলনেরও স্বীকৃতি দেওয়া হয়েছে।

নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তাঁর রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথমবারের মতো নোবেল দেওয়া শুরু হয়। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয় ১ কোটি সুইডিশ ক্রোনার। এ সময় বিজয়ীদের একটি করে সনদ ও স্বর্ণপদকও দেওয়া হয়।