দুই গোলে এগিয়ে থেকে বাংলাদেশ পাচ্ছিল জয়ের সুবাস। এরপরই ঘটে ছন্দপতন। ওমান ম্যাচে ফিরে এসে দেখায় দাপট। শেষপর্যন্ত ৪-৩ গোলের হারে এশিয়ান গেমসে ছেলেদের হকিতে অষ্টম স্থানে থেকে ইভেন্ট শেষ করল লাল-সবুজের দল।
শুক্রবার সকালে চীনের হাংজুতে ম্যাচের ১১ মিনিটে মিলন হোসেনের গোলে লিড পায় বাংলাদেশ। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাসেল মাহমুদ। টাইগাররা ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
৩৮ মিনিটে রাশাদ আল ফাজারি পেনাল্টি কর্নার থেকে করেন লক্ষ্যভেদ। পাঁচ মিনিট পর ম্যাচে সমতা তানেন ফাহাদ আল লাওয়াতি। পরে ৫৩ ও ৫৫ মিনিটে নিশানাভেদ করে ওমানকে চালকের আসনে নেন আইমান মাদিত।
সোহানুর সবুজ খেলার শেষ মিনিটে জালের দেখা পেলেও সেটি বাংলাদেশের ম্যাচে ফেরার জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি। কেবল ব্যবধানই কমাতে পেরেছে।