এশিয়ান গেমসে ভারতের কাছে হারল বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার সকালে চীনের হুয়াংজুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেট আর ৬৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ভারত।
ছোট লক্ষ্য দিয়েও মালয়েশিয়াকে শেষ ওভারের রোমাঞ্চে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইমন-আফিফরা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে আর তা হয়নি। আগে ব্যাটে নেমে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার। বোলিংয়েও নিতে পারেনি সুবিধা।
বাংলাদেশের কেবলমাত্র তিনজন ব্যাটার পার হতে পেরেছেন দুই অঙ্কের কোটা। ওপেনার পারভেজ হোসাইন ২৩, সাতে নামা জাকের আলী ২৪ আর ১০ নম্বর ব্যাটসম্যান রাকিবুল ইসলাম করেন ১৪ রান। ভারতের সাই কিশোর নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ওভারেই তারা হারায় যশস্বী যশওয়ালের উইকেট। রিপন মণ্ডল ফেরান এই ব্যাটারকে। এরপর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ঋতুরাজ গায়কোয়াড় আর তিলক বার্মা ঝড় তুলে ৯ দশমিক ২ ওভারেই পৌঁছায় লক্ষ্যে। গায়কোয়াড় ২৬ বলে ৪০ আর তিলক করেন ২৬ বলে ৫৫ রান।
এই জয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। পদকের জন্য এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে টাইগারদের। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে আজ দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল- পাকিস্তান অথবা আফগানিস্তান।