ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপের ১০টি ভেন্যুতে বিশুদ্ধ পানি ফ্রী

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি যখন শুরু হয় তখন আহমেদাবাদের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গ্যালারি ছিল অনেকটা ফাঁকা। দর্শক শূন্য গ্যালারির কারণে বেশ ট্রলের শিকারও হয়েছে আয়োজক দেশটি। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড–নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্দা উঠে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় কিউইরা।

অতিরিক্ত তামমাত্র আর গরমের কারণে মাঠে আসা দর্শকদের জন্য মহতী এক উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মাঠে আসা সকল দর্শকদের জন্য গ্যালারিতে বিনা মূল্যে পানি সরবরাহের ঘোষণা দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের ১০টি ভেন্যুতে দর্শকদের জন্য থাকছে বোতলজাত বিশুদ্ধ পানি।

বিসিসিআই সচিব জয় শাহ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি টুইট করেন বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছি, ভারতের সব স্টেডিয়ামে দর্শকদের জন্য বিনা মূল্যে বোতলজাত বিশুদ্ধ পানি সরবরাহ করছি আমরা। চলুন, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করি।’

হায়দ্রাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনীর পাশাপাশি শিরোপা নির্ধারণী ফাইনালও অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের বাকি ৯টি ভেন্যু হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ও ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের ১০টি ভেন্যুতে বিশুদ্ধ পানি ফ্রী

আপডেট সময় : ০৬:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি যখন শুরু হয় তখন আহমেদাবাদের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গ্যালারি ছিল অনেকটা ফাঁকা। দর্শক শূন্য গ্যালারির কারণে বেশ ট্রলের শিকারও হয়েছে আয়োজক দেশটি। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড–নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্দা উঠে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় কিউইরা।

অতিরিক্ত তামমাত্র আর গরমের কারণে মাঠে আসা দর্শকদের জন্য মহতী এক উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মাঠে আসা সকল দর্শকদের জন্য গ্যালারিতে বিনা মূল্যে পানি সরবরাহের ঘোষণা দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের ১০টি ভেন্যুতে দর্শকদের জন্য থাকছে বোতলজাত বিশুদ্ধ পানি।

বিসিসিআই সচিব জয় শাহ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি টুইট করেন বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছি, ভারতের সব স্টেডিয়ামে দর্শকদের জন্য বিনা মূল্যে বোতলজাত বিশুদ্ধ পানি সরবরাহ করছি আমরা। চলুন, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করি।’

হায়দ্রাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনীর পাশাপাশি শিরোপা নির্ধারণী ফাইনালও অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের বাকি ৯টি ভেন্যু হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ও ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।