ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতীয় দলে বড় দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের আয়োজক ভারত নিজেদের প্রথম ম্যাচে আগামী ৮ অক্টোবর মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। হাইভোল্টেজ ম্যাচটিতে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে টিম ইন্ডিয়া।

দুর্দান্ত ফর্মে থাকা দলটির ওপেনার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে। ২৪ বছর বয়সী এই ব্যাটারের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআইয়) একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছে, ‘চেন্নাইতে আসার পর থেকেই শুভমানের শরীরে প্রচণ্ড জ্বর দেখা দেয়। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুক্রবার আবারো তার শারীরিক পরীক্ষা করানো হবে। এরপর ভারতের প্রথম খেলায় তার থাকার বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।’

তিনি আরও জানান, ‘মেডিকেল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমাদের মেডিকেল টিমের কাছ থেকে সবশেষ তথ্য পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।’

শুভমান গিলের আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় ২০১৯ সালে। এখন পর্যন্ত তিনি ৩৫ ম্যাচে ৬৬.১০ গড়ে ৯ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে করেছেন ১,৯১৭ রান। গিল নিজেকে বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনারদের একজন হিসাবে প্রমাণ করেছেন।

বিশ্বকাপ মিশন শুরুর সময় গিলকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি। তার অনুপস্থিতি রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুল ও ঈশান কিষাণের যেকোনো একজন ওপেনিংয়ে নামবেন।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় দলে বড় দুঃসংবাদ

আপডেট সময় : ০৬:২২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের আয়োজক ভারত নিজেদের প্রথম ম্যাচে আগামী ৮ অক্টোবর মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। হাইভোল্টেজ ম্যাচটিতে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে টিম ইন্ডিয়া।

দুর্দান্ত ফর্মে থাকা দলটির ওপেনার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে। ২৪ বছর বয়সী এই ব্যাটারের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআইয়) একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছে, ‘চেন্নাইতে আসার পর থেকেই শুভমানের শরীরে প্রচণ্ড জ্বর দেখা দেয়। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুক্রবার আবারো তার শারীরিক পরীক্ষা করানো হবে। এরপর ভারতের প্রথম খেলায় তার থাকার বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।’

তিনি আরও জানান, ‘মেডিকেল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমাদের মেডিকেল টিমের কাছ থেকে সবশেষ তথ্য পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।’

শুভমান গিলের আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় ২০১৯ সালে। এখন পর্যন্ত তিনি ৩৫ ম্যাচে ৬৬.১০ গড়ে ৯ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে করেছেন ১,৯১৭ রান। গিল নিজেকে বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনারদের একজন হিসাবে প্রমাণ করেছেন।

বিশ্বকাপ মিশন শুরুর সময় গিলকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি। তার অনুপস্থিতি রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুল ও ঈশান কিষাণের যেকোনো একজন ওপেনিংয়ে নামবেন।