ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২০১২ সাল থেকে আল্টিমেটাম দিচ্ছে বিএনপি: হানিফ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির আল্টিমেটামে কোনো নতুন কিছু নয়। ২০১২ সাল থেকে এই আল্টিমেটাম দলটি দিয়ে আসছে। দশ বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতনের যে আল্টিমেটাম দিয়েছেন এরপর দশ বছর পার হলেও শেখ হাসিনা এখনো রাষ্ট্র ক্ষমতায় আর অন্যদিকে যিনি আল্টিমেটাম দিয়েছিলেন তিনি কোথায় সে প্রশ্ন করেন তিনি।

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় থাকতে দেশের জন্য কী উন্নয়ন করেছে তার একটা উদাহরণ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কী কারণে দেশবাসী আপনাদের ওপর আস্থা রাখবে? ২০০১ সালে ক্ষমতায় আসার পর কী উন্নয়ন করেছেন? আপনাদের উন্নয়নের মধ্যে ছিল দুর্নীতিতে বাংলাদেশকে ৫ বার চ্যাম্পিয়ন করেছিলেন। তাদের এই ‘সফলতা’ ছিল স্বীকার করি। দেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছিল। দেশের ৫০০ স্থানে সিরিজ বোমা হামলা বানিয়ে দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছিলেন। সন্ত্রাসীদের চারণভূমি বানিয়েছিলেন। ট্রাক-ট্রাক অস্ত্র রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের দিয়েছিলেন। এমন সব উন্নয়ন করেছিলেন। লজ্জা হয় না আপনাদের?

মার্কিন ভিসানীতির কারণে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভীত- এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, মার্কিন ভিসা নীতি কাদের জন্য? যারা নির্বাচনে বাধাগ্রস্ত, অনিয়ম করবে, কারচুপি করবে তাদের জন্য। আমরা বলেছি সরকারের অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। ফলেই ভিসা নীতি আমাদের ওপর কার্যকর হওয়ার সুযোগ নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চান তারা সাবধান হয়ে যান। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে বিপদে পড়বেন।

মাহবুবুল আলম হানিফ আরো বলেন, আন্দোলনের নামে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি। যারা আমেরিকার স্যাংশন নিয়ে এতো খুশি হয়েছে তাদের নেতাই ২০০৮ সালে দেশে প্রথম স্যাংশন খেয়েছিলো। কিন্তু তাদের লজ্জা নেই বলেই তারা এখন স্যাংশন নিয়ে খুশি হয়েছে।

মীরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ চট্টগ্রাম জেলা ও মিরসরাই উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

২০১২ সাল থেকে আল্টিমেটাম দিচ্ছে বিএনপি: হানিফ

আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির আল্টিমেটামে কোনো নতুন কিছু নয়। ২০১২ সাল থেকে এই আল্টিমেটাম দলটি দিয়ে আসছে। দশ বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতনের যে আল্টিমেটাম দিয়েছেন এরপর দশ বছর পার হলেও শেখ হাসিনা এখনো রাষ্ট্র ক্ষমতায় আর অন্যদিকে যিনি আল্টিমেটাম দিয়েছিলেন তিনি কোথায় সে প্রশ্ন করেন তিনি।

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় থাকতে দেশের জন্য কী উন্নয়ন করেছে তার একটা উদাহরণ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কী কারণে দেশবাসী আপনাদের ওপর আস্থা রাখবে? ২০০১ সালে ক্ষমতায় আসার পর কী উন্নয়ন করেছেন? আপনাদের উন্নয়নের মধ্যে ছিল দুর্নীতিতে বাংলাদেশকে ৫ বার চ্যাম্পিয়ন করেছিলেন। তাদের এই ‘সফলতা’ ছিল স্বীকার করি। দেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছিল। দেশের ৫০০ স্থানে সিরিজ বোমা হামলা বানিয়ে দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছিলেন। সন্ত্রাসীদের চারণভূমি বানিয়েছিলেন। ট্রাক-ট্রাক অস্ত্র রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের দিয়েছিলেন। এমন সব উন্নয়ন করেছিলেন। লজ্জা হয় না আপনাদের?

মার্কিন ভিসানীতির কারণে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভীত- এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, মার্কিন ভিসা নীতি কাদের জন্য? যারা নির্বাচনে বাধাগ্রস্ত, অনিয়ম করবে, কারচুপি করবে তাদের জন্য। আমরা বলেছি সরকারের অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। ফলেই ভিসা নীতি আমাদের ওপর কার্যকর হওয়ার সুযোগ নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চান তারা সাবধান হয়ে যান। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে বিপদে পড়বেন।

মাহবুবুল আলম হানিফ আরো বলেন, আন্দোলনের নামে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি। যারা আমেরিকার স্যাংশন নিয়ে এতো খুশি হয়েছে তাদের নেতাই ২০০৮ সালে দেশে প্রথম স্যাংশন খেয়েছিলো। কিন্তু তাদের লজ্জা নেই বলেই তারা এখন স্যাংশন নিয়ে খুশি হয়েছে।

মীরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ চট্টগ্রাম জেলা ও মিরসরাই উপজেলার নেতৃবৃন্দ।