ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমরা যুদ্ধে নেমেছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৩৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘হে ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধে নেমেছি। এবার কোনো অভিযান নয়, মহড়া নয়, যুদ্ধ।’ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। এর পর ইসরায়েলের বাসিন্দাদের এই বার্তাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামলার পর হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা আল-আকসা রক্ষার জন্য মর্যাদার যুদ্ধ করছি।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় প্রবেশ করা ইসরায়েলের সেনারা এরই মধ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। দক্ষিণের দিকে বেশিরভাগ সেনা গেছেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাজারি এ তথ্য জানান।

ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া ইসরায়েলে হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ইতালি ও জার্মানি।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বসতি স্থাপনকারী ও দখলদার সৈন্যদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরক্ষার অধিকার রয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে তিনি বাহিনীর সঙ্গে আলাপ করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।

ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা শুরুর দাবি করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে।

এ হামলায় ৬ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিন। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে ফিলিস্তিনের একজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমরা যুদ্ধে নেমেছি: নেতানিয়াহু

আপডেট সময় : ১২:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

‘হে ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধে নেমেছি। এবার কোনো অভিযান নয়, মহড়া নয়, যুদ্ধ।’ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। এর পর ইসরায়েলের বাসিন্দাদের এই বার্তাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামলার পর হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা আল-আকসা রক্ষার জন্য মর্যাদার যুদ্ধ করছি।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় প্রবেশ করা ইসরায়েলের সেনারা এরই মধ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। দক্ষিণের দিকে বেশিরভাগ সেনা গেছেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাজারি এ তথ্য জানান।

ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া ইসরায়েলে হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ইতালি ও জার্মানি।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বসতি স্থাপনকারী ও দখলদার সৈন্যদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরক্ষার অধিকার রয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে তিনি বাহিনীর সঙ্গে আলাপ করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।

ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা শুরুর দাবি করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে।

এ হামলায় ৬ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিন। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে ফিলিস্তিনের একজন নিহত হন।