দেশ দুর্নীতিতে ভেসে গেছে: জিএম কাদের
- আপডেট সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৪৪৯ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশ দুর্নীতিতে ভেসে গেছে। এর বিরুদ্ধে লড়তে হবে। শুক্রবার (৬ অক্টোবর) বিকালে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
জিএম কাদের আরো বলেন, সরকার গণতন্ত্র ধংস করে একদলীয় শাসন কায়েক করেছে। রূপপুর পারমানবিক বিদুৎকেন্দ্রে বেশি ব্যয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমান সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জি এম কাদের বলেন, নতুন প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দিতে চায় জাতীয় পার্টি।
জিএম কাদের বলেন, ‘বর্তমান সরকার এই প্রজেক্ট করার পর আমার মনে হয়েছে, শুধু রক্তশূন্য করছে না, আপনার লিভার, আপনার কিডনি এগুলো কেটে নিয়ে তারা বিক্রি করছে। তার মাধ্যমে এমন একটি দেহ থাকছে আপনার, যার ওপরে গয়নাগাটি পরানো হচ্ছে।
কিন্তু কিডনি আপনার নাই, আপনার লিভার নাই, ভেতর থেকে আপনার সবকিছু বের করে নেওয়া হচ্ছে। এর কারণ হলো দেশে কোনো গণতন্ত্র নেই, সরকার কোনো গণতন্ত্র দেয় নাই।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘রূপপুর পাওয়ার প্লান্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হচ্ছে। এটা আমাদের মধ্যে একটা বড় ধরনের ঝুঁকি। এটা আমাদের জন্য বিপদজনক একটা প্লান্ট। আমি মনে করি এটা আপনাদের সকলকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। রূপপুর পাওয়ার প্লান্ট করা হয়েছিল প্রথমে সাড়ে ১১ হাজার মিলিয়ন ডলার এস্টিমেট দিয়ে। অর্থাৎ এক লক্ষ ১৩ হাজার কোটি টাকায় করা হয়েছে।