হামলা পাল্টা হামলার জেরে উত্তপ্ত গাজা উপত্যকা। দুপক্ষের সংঘর্ষের জেরে হতাহতের সংখ্যাও বাড়ছে দ্রুতগতিতে। গাজায় যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া। আজ শনিবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আহ্বান জানানো হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ‘আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি, সহিংসতা ত্যাগ ও প্রয়োজনীয় সংযম প্রদর্শনের আহ্বান জানাই।’ পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় উপত্যকাটিতে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় আলোচনা শুরুর আহ্বান জানান তিনি।
জারাকোভা বলেন, ‘দীর্ঘস্থায়ী এই দ্বন্দ্ব শক্তি দিয়ে সমাধান করা যাবে না। এটি সম্ভব হবে শুধুমাত্র কূটনৈতিক উপায়ে।’ মুখপাত্র আরও বলেন, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী আলোচনার মধ্যস্থতার বিষয়ে মস্কো তার অবস্থান তুলে ধরছে।’
এর আগে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইলি বোগডানভ সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। ওই সময় তিনি বলেন, ‘আমরা এখন ইসরায়েল, ফিলিস্তিন ও আরব দেশগুলো, সবার সঙ্গে যোগাযোগ করছি। এটি একটি অপ্রত্যাশিত উত্তেজনা।’