ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রায় দেড় যুগ পার হলেও শেষ হয়নি নাটোর থেকে নওগাঁ পর্যন্ত মহাসড়কের নির্মাণকাজ। নির্মাণের সময়ই সড়কের অনেক স্থানে উঠে গেছে কার্পেটিং, ধরেছে ফাটল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কমছে না স্থানীয়দের দুর্ভোগ। তবে দ্রুত কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নওগাঁ ও নাটোরের মধ্যে যোগাযোগ সহজ করতে ২০০৫ সালে শুরু হয় নওগাঁ থেকে নাটোর পর্যন্ত মহাসড়কের নির্মাণ কাজ। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজ ২০১২ সালে রেল কর্তৃপক্ষের বাধায় বন্ধ হয়ে যায়। কারণ মহাসড়কটির কয়েক কিলোমিটার জায়গা রেলের জমিতে পড়েছিলো। তবে ২০১৬ সালে আবারও সড়ক নির্মাণ শুরু হয়। কথা ছিল ২০২০ সালের ৩০শে জুন কাজ শেষ হবে।
তবে নির্ধারিত সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ করতে না পারায় দু’দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়। সে অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ধীরগতির কারণে ওই সময়েও কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে সড়কের অনেক স্থানে উঠে গেছে কার্পেটিং। ফাটল ধরে দেবে গেছে অনেক স্থান। যার কারণে দুর্ভোগ কমেনি এ অঞ্চলের মানুষের। ঘটছে দুর্ঘটনাও।
স্থানীয়দের অভিযোগ, নিæমানের কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন তারা। দ্রুত কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই সড়কটি উদ্বোধন করা হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা।
নওগাঁ থেকে নাটোর পর্যন্ত মহাসড়কের ২৫ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ পথ ও আটটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি টাকা।