০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো দক্ষিণ আফ্রিকা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ৮৪ দেখেছেন

তিন ব্যাটারের শতকে আগে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৪২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের ইনিংস থামে ৩২৬ রানে। শনিবার (৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০২ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নিজেদের প্রথম উইকেট হারায় লঙ্কানরা। পাথুম নিসাঙ্কাকে ফেরান মার্কো জেনসন। এক প্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তুলেন কুশল মেন্ডিস। প্রোটিয়া বোলারদের ওপর চড়া হয়ে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

মিডল অর্ডারে চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৯ রান। শেষ দিকে অধিনায়ক দাসুন সানাকা করেন ৬৮ রান। লঙ্কানদের ইনিংস থামে ৩২৬ রানে।

এর আগে, লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩ ব্যাটার তুলে সেঞ্চুরি। কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডাসেনের পর বিশ্ব রেকর্ড গড়ে সেঞ্চুরি ছুঁয়েছেন এইডেন মার্করামও।

লঙ্কান বোলার মাদুশঙ্কাকে ছক্কা হাঁকিয়ে মাত্র ৪৯ বলে নিজের শতক পূর্ণ করেন মার্করাম। ১৪ চার আর ৩ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ১০ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন টেম্বা বাভূমা। তবে শুরুর সেই হাসি মিলিয়ে যেতে সময় লাগেনি লঙ্কানদের। দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে ঝড় তুলেন ডি কক ও ডার ডাসেন। ১৭৪ বলে ২০৪ রানের জুটি গড়েন তারা। ৮৪ বলে ১২ চার আর ৩ ছক্কায় ১০০ করে আউট হন ডি কক। ১১০ বলে ১০৮ রানের ইনিংসে ভ্যান ডার ডাসেন হাঁকান ১৩ বাউন্ডারি আর ২ ছক্কা।

ডি কক ও ডাসেনের পর লঙ্কানদের বোলারদের ওপর তাণ্ডব চালান মার্করাম। ১৪ চার ও ৩ ছক্কায় ৫৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। তিন সেঞ্চুরিতে ভর করতে রেকর্ড ৪২৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৬:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

তিন ব্যাটারের শতকে আগে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ৪২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের ইনিংস থামে ৩২৬ রানে। শনিবার (৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০২ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নিজেদের প্রথম উইকেট হারায় লঙ্কানরা। পাথুম নিসাঙ্কাকে ফেরান মার্কো জেনসন। এক প্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তুলেন কুশল মেন্ডিস। প্রোটিয়া বোলারদের ওপর চড়া হয়ে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

মিডল অর্ডারে চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৯ রান। শেষ দিকে অধিনায়ক দাসুন সানাকা করেন ৬৮ রান। লঙ্কানদের ইনিংস থামে ৩২৬ রানে।

এর আগে, লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩ ব্যাটার তুলে সেঞ্চুরি। কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডাসেনের পর বিশ্ব রেকর্ড গড়ে সেঞ্চুরি ছুঁয়েছেন এইডেন মার্করামও।

লঙ্কান বোলার মাদুশঙ্কাকে ছক্কা হাঁকিয়ে মাত্র ৪৯ বলে নিজের শতক পূর্ণ করেন মার্করাম। ১৪ চার আর ৩ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ১০ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন টেম্বা বাভূমা। তবে শুরুর সেই হাসি মিলিয়ে যেতে সময় লাগেনি লঙ্কানদের। দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে ঝড় তুলেন ডি কক ও ডার ডাসেন। ১৭৪ বলে ২০৪ রানের জুটি গড়েন তারা। ৮৪ বলে ১২ চার আর ৩ ছক্কায় ১০০ করে আউট হন ডি কক। ১১০ বলে ১০৮ রানের ইনিংসে ভ্যান ডার ডাসেন হাঁকান ১৩ বাউন্ডারি আর ২ ছক্কা।

ডি কক ও ডাসেনের পর লঙ্কানদের বোলারদের ওপর তাণ্ডব চালান মার্করাম। ১৪ চার ও ৩ ছক্কায় ৫৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। তিন সেঞ্চুরিতে ভর করতে রেকর্ড ৪২৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।