২০২৩ ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রানের পাহাড় গড়েছে তারা। এতে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট ইতিহাসে ৫ রেকর্ড ভেঙে দিয়েছে প্রোটিয়ারা। সেসবে চোখ বুলিয়ে নেয়া যাক-
১. সর্বোচ্চ দলীয় রান
বিশ্বকাপে ১ ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়লো দক্ষিণ আফ্রিকা। এতদিন সেই কীর্তি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান করেছিল অজিরা।
২. দ্রুততম সেঞ্চুরি
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নজির স্থাপন করেছেন এইডেন মার্করাম। লঙ্কানদের বিপক্ষে মাত্র ৪৯ বলে শতক হাঁকিয়েছেন তিনি। গত ১২ বছর ধরে সেই রেকর্ড ছিল আয়ারল্যান্ডের তারকা কেভিন ও' ব্রায়ানের দখলে। ২০১১ আসরে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে ৫০ বলে ৩ অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
৩. ১ ইনিংসে ৩ সেঞ্চুরি
বিশ্বকাপের ইতিহাসে এ প্রথম ১ ইনিংসে শতরান করলেন একই দলের ৩ ব্যাটার। এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন কুইন্টন ডি'কক (৮৪ বলে ১০০ রান), রাসি ভ্যান ডার ডুসেন (১১০ বলে ১০৮ রান) এবং মার্করাম (৫৪ বলে ১০৬ রান)।
৪. দিল্লিতে সর্বোচ্চ রান
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওডিআই ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করলো দক্ষিণ আফ্রিকা। এর আগে এ কৃতিত্ব দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ৩৩০ রান করেছিল ক্যারিবীয়রা।
৫. লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রান
একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা। তালিকায় পরের ৪টি দলীয় রানই ভারতের। ৫ ম্যাচই হয়েছে ভারতীয় দূর্গে।