ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘জিডিপিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় ভূমিকা রয়েছে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদি ঋণ সহায়তা দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেমিনারে ডিসিসিআই সভাপতি সামীর সাত্তার এ দাবি জানান।

সেমিনারে বক্তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রতিযোগিতার সক্ষমতা এবং পণ্যের মান উন্নয়নে গুরুত্বরোপ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জিডিপিতে ক্ষুদ্র উদ্যোক্তদের বড় ভূমিকা রয়েছে। বিনা সুদে ঋণের ব্যবস্থা করলে এর অর্জন আরও বাড়বে। এসময় নারী উদ্যোক্তদের প্রতি গুরুত্ব দেয়ার তাগিদ দেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে এবং তিনি এসএমই শিল্পের উন্নয়নে নিরলস কাজ করছেন। তিনি বলেন সকলকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের রপ্তানী সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
এসএমইদের জামানতবিহীন ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে স্পিকার বলেন, তবে এ বিষয়ক তথ্যাদির যথাযথ প্রচার-প্রচারণার অভাবে কাঙ্খিত সুফল পাওয়া যাচ্ছে না। ই-কমার্স এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে পণ্য বেচা-কেনায় সুবিধা নিতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের তথ্য-প্রযুক্তি ভিত্তিক সক্ষমতা বাড়ানোর উপর তিনি জোরারোপ করেন এবং এক্ষেত্রে সরকার প্রবর্তিত ‘জয়িতা ফাউন্ডেশন’কে ব্যবহার করার আহবান জানান।

তিনি বলেন, নারী উদ্যোক্তারা বর্তমানে জামানতবিহীন ১০ লাখ টাকার ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন। এছাড়াও এসএমইদের রপ্তানির পণ্যের কাঁচামাল আমদানিতে বিদ্যমান নির্ধারিত শুল্ক হার হ্রাসের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম। ডিসিসিআইয়ের পক্ষ থেকে স্পিকারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তরঙ্গ’র প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনূর ইয়াসমিন, পিপলস লেদার ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনা পরিচালক রেজবিন বেগম, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম আসিফ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এসএমই-এসপিডি) ড. মো. কবির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

‘জিডিপিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় ভূমিকা রয়েছে’

আপডেট সময় : ০৪:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদি ঋণ সহায়তা দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেমিনারে ডিসিসিআই সভাপতি সামীর সাত্তার এ দাবি জানান।

সেমিনারে বক্তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রতিযোগিতার সক্ষমতা এবং পণ্যের মান উন্নয়নে গুরুত্বরোপ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জিডিপিতে ক্ষুদ্র উদ্যোক্তদের বড় ভূমিকা রয়েছে। বিনা সুদে ঋণের ব্যবস্থা করলে এর অর্জন আরও বাড়বে। এসময় নারী উদ্যোক্তদের প্রতি গুরুত্ব দেয়ার তাগিদ দেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে এবং তিনি এসএমই শিল্পের উন্নয়নে নিরলস কাজ করছেন। তিনি বলেন সকলকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের রপ্তানী সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
এসএমইদের জামানতবিহীন ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে স্পিকার বলেন, তবে এ বিষয়ক তথ্যাদির যথাযথ প্রচার-প্রচারণার অভাবে কাঙ্খিত সুফল পাওয়া যাচ্ছে না। ই-কমার্স এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে পণ্য বেচা-কেনায় সুবিধা নিতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের তথ্য-প্রযুক্তি ভিত্তিক সক্ষমতা বাড়ানোর উপর তিনি জোরারোপ করেন এবং এক্ষেত্রে সরকার প্রবর্তিত ‘জয়িতা ফাউন্ডেশন’কে ব্যবহার করার আহবান জানান।

তিনি বলেন, নারী উদ্যোক্তারা বর্তমানে জামানতবিহীন ১০ লাখ টাকার ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন। এছাড়াও এসএমইদের রপ্তানির পণ্যের কাঁচামাল আমদানিতে বিদ্যমান নির্ধারিত শুল্ক হার হ্রাসের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম। ডিসিসিআইয়ের পক্ষ থেকে স্পিকারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তরঙ্গ’র প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনূর ইয়াসমিন, পিপলস লেদার ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনা পরিচালক রেজবিন বেগম, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম আসিফ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এসএমই-এসপিডি) ড. মো. কবির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।