সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবি পার্টি
- আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৪৩২ বার পড়া হয়েছে
গণতন্ত্র ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং সরকারের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। শনিবার (৭ অক্টোবর) রাজধানীর বিজয় নগরস্থ ‘বিজয় ৭১’ চত্বরে ১ দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ থেকে এ দাবি জানান তিনি।
দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সিনি. সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবি পার্টি’র ঘোষিত কর্মসূচি পালন করতে সকাল ১১ টা হতে কালো পতাকা নিয়ে দলীয় কর্মীরা ‘বিজয় ৭১’ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে গত ১৫ বছর ধরে গণতন্ত্রকামী সকল মানুষের উপর স্যাংশন দিয়ে রেখেছে। স্বাধীন মত প্রকাশ ও ভোট দানের অধিকার তো দূরের কথা সরকার এখন হুমকি দিচ্ছে তারা আমাদের গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছু নাকি বন্ধ করে দেবে।
সমাবেশে বিশেষ বক্তা ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দিল্লীতে প্রটোকলের তোয়াক্কা না করে আগ বাড়িয়ে সেলফি তুলে, ওয়াশিংটনে বাইডেন দম্পতির সাথে ডিনার খেয়েও প্রধানমন্ত্রীর শেষ রক্ষা হয়নি। শুধু দল হিসেবেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে না, পুরো দেশ ও জাতির সীমাহীন ভোগান্তি হচ্ছে যা চলবে যুগ যুগ ধরে। উন্নয়নের নামে বেহিসাব লুটপাট, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি নোট ছাপিয়েও সামাল দেয়া যাচ্ছে না। বাজারদরে আগুন, ডলারের মজুদ উদ্বিগ্ন হবার মত হারে কমছে কিন্তু শাসকগোষ্ঠীর কোন মাথাব্যথা নেই। যে কোন মূল্যে ক্ষমতায় থাকাই তাদের একমাত্র লক্ষ্য।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, সারাদেশ যেমন কয়েকদিনের বর্ষার পানিতে ভিজে চুপষে গিয়েছে বর্তমান সরকারের দীর্ঘদিনের সীমাহীন দুর্নীতি লুটপাট নৈরাজ্য গুম খুন ও স্বজন প্রীতিতে দেশ ডুবে আছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, গাজীপুর জেলা আহবায়ক আমজাদ খান, মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।