নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশন ও তত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কিছু ব্যবসায়ী, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিচারক ছাড়া কেউই সরকারের পক্ষে নেই।’
তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতা ছাড়ার পর যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে তা হবে ইতিবাচক। যারাই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সহযোগিতা করছে আগামীতে তাদের বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।