০৭:১৪ অপরাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলের পাশে থাকার আশ্বাস বাইডেনের

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন।

বাইডেন নেতানিয়াহুকে ফোনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে আছে। ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

নেতানিয়াহু বাইডেনকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের একটি দীর্ঘ এবং শক্তিশালী প্রচারণার প্রয়োজন। তবে ইসরাইল জিতবে।

ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত দুই হাজারের বেশি মানুষ।

এর আগে শনিবার সকালে ইসরাইলে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ২০০ ইসরাইলি নাগরিক নিহত হন। আহত হয়েছেন অন্তত সাড়ে ৭০০। দেশটির সরকার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

হামলার পর ইসরাইলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

যুক্তরাষ্ট্র হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনবিষয়ক যুক্তরাষ্ট্রের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, সন্ত্রাস ও সহিংসতায় কোনো কিছুর সমাধান হয় না।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শনিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরাইলে প্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

নাইকো মামলা: ১২ সেপ্টেম্বরের মধ্যে সব সাক্ষীকে হাজির করার নির্দেশ

ইসরাইলের পাশে থাকার আশ্বাস বাইডেনের

আপডেট : ০৫:২৯:৩৪ পূর্বাহ্ন, রোববার, ৮ অক্টোবর ২০২৩

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন।

বাইডেন নেতানিয়াহুকে ফোনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে আছে। ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

নেতানিয়াহু বাইডেনকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের একটি দীর্ঘ এবং শক্তিশালী প্রচারণার প্রয়োজন। তবে ইসরাইল জিতবে।

ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত দুই হাজারের বেশি মানুষ।

এর আগে শনিবার সকালে ইসরাইলে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ২০০ ইসরাইলি নাগরিক নিহত হন। আহত হয়েছেন অন্তত সাড়ে ৭০০। দেশটির সরকার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

হামলার পর ইসরাইলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

যুক্তরাষ্ট্র হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনবিষয়ক যুক্তরাষ্ট্রের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, সন্ত্রাস ও সহিংসতায় কোনো কিছুর সমাধান হয় না।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শনিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরাইলে প্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।