কঠিন যুদ্ধের সম্মুখীন হয়েছি: নেতানিয়াহু
- আপডেট সময় : ০৫:৩১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনির ইসলামপন্থীদল হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এ যুদ্ধ দীর্ঘ করার কথা জানিয়েছেন। গতকাল রোববার রাতে দেওয়া এক বার্তায় তিনি এমনটি জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধের মধ্যে প্রবেশ করছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘হামাসের ভয়াবহ হামলার কারণে যুদ্ধটি শুরু হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধের প্রথম ধাপ শেষ হয়ে যাবে। এরমধ্যে ইসরায়েলের মাটিতে থাকা সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’
শনিবার রাতে হামাসের সদস্যরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে দেশটিতে ঢুকে পড়ে। হামাস ও ইসরায়েলি সেনাদের সংঘর্ষে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
ইসরায়েল গাজায় বিমান হামলা চালান অব্যাহত রেখেছে। এরইমধ্যে ইসরায়েলি সরকার গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে।