বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ০৭:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪৪৬ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশের আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
রবিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
কর্মসূচি নিম্নরূপ:
১. আগামী ৯ অক্টোবর (সোমবার) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে সংসদীয় আসনভিত্তিক এবং দেশের সকল জেলা-মহানগরে শান্তি ও উন্নয়ন সমাবেশ।
২. ৭ অক্টোবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আগামী ১৪ অক্টোবর (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে সিভিল এভিয়েশন মাঠে (কাওলা) অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে যুবলীগের অংশগ্রহণ।
৩. আগামী ১৬ অক্টোবার (সোমবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বেলা ১১টায়, ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবসমাবেশ।