ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি কোনওভাবেই যেন ফিলিস্তিনের বেসামরিক নিরস্ত্র মানুষ হামলার লক্ষ্যবস্তু না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়ছে, গতকাল ভোরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হওয়ার পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেলের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
ফোনালাপের সময় প্রিন্স ফয়সাল ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং উভয় পক্ষকেই আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য এবং সহিংতা এড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে।
আরব নিউজ জানিয়েছে, আমেরিকা, ইইউ ছাড়াও কাতার, মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
এদিকে আমেরিকার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি পশ্চিম তীরে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার তীব্র নিন্দা জানান তিনি।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, অ্যান্টনি ব্লিংকেনের আহ্বানের জবাবে মাহমুদ আব্বাস বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতি অবিচার ইসরায়েলের সঙ্গে বিরোধকে বিস্ফোরণের দিকে নিয়ে যাচ্ছে। চলমান উত্তেজনা উপনিবেশবাদী এবং ইসরায়েলি দখলদার বাহিনীর অনুশীলন।’
গতকাল শনিবার ভোরে গাজা, তেল আবিব, অবরুদ্ধ পূর্ব জেরুজালেমে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। কিছু বুঝে ওঠার আগেই গাজা থেকে ছোড়া রকেটে ছেয়ে যায় আকাশ। এই হামলাকে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ নাম দিয়েছে হামাস। আল-আকসায় চলমান উস্কানি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের প্রতি নিপীড়নের জবাবে এই অভিযান।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজাভিত্তিক ফিলিস্তিনি বাহিনী হামাসের ছোঁড়া ৭ হাজার রকেটে এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে, আহত ৯ শতাধিক। ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। উভয় পক্ষ মিলিয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ শ। অন্তত হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলে প্রবেশ করেছ বলে জানা গেছে।