যারা ভোটে আসবে তাদের নিয়েই নির্বাচন হবে: ইসি
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪৩২ বার পড়া হয়েছে
রাজনৈতিক সমঝোতা না হলে যে দলগুলো ভোটে আসবে তাদের নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রোববার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাশেদা সুলতানা বলেন, ‘সংবিধান অনুযায়ী সময়মতো ভোট হবে। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’
নির্বাচন পর্যবেক্ষকের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে সুষ্ঠু ভোটের প্রত্যয় তুলে ধরবে কমিশন। নির্বাচন কমিশন চায় ভোটে বেশি সংখ্যক পর্যবেক্ষক আসুক।’
তবে, বিদেশি পর্যবেক্ষক না আসলে ইসি বসে থাকবে না। দেশি পর্যবেক্ষকরাই নির্বাচন পর্যবেক্ষণ করবে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে জনরায় ইসি নিশ্চিত করতে চায় বলে জানান রাশেদা সুলতানা।