ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিব-মিরাজকে প্রশংসায় ভাসান রমিজ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। এমন জয়ে বেড়েছে বাংলাদেশের আত্মবিশ্বাস। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ছাপিয়ে যান আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি। সাকিব-মিরাজের এমন পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে কথা বলেন সাবেক পাকিস্তানি তারকা ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রমিজ স্পিকসে সাকিব-মিরাজকে প্রশংসায় ভাসান রমিজ।

সাকিবকে নিয়ে রমিজ বলেন, ‘সাকিবের কাছে কোয়ালিটি আছে, অভিজ্ঞতা আছে। আফগানদের শুরুর দিকের ব্যাটারদের আউট করেছেন তিনি। যা বদলে দিয়েছে ম্যাচের চিত্র। সাকিবের জোড়া আঘাতের পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। একজন অধিনায়ক সবসময় চান নিজে পারফর্ম করতে, যাতে দল উৎসাহ পায়। সাকিব ঠিক সেটিই করেছেন।’

সাকিবের দেখানো পথেই আফগান ব্যাটারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন মিরাজ। ৯ ওভারে তিন মেইডেন দিয়ে ২৫ রান খরচায় তুলে নেন তিন উইকেট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের কাণ্ডারি হন মিরাজ। ৫৮ বলে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। শেষ পর্যন্ত করেন ৭৩ বলে ৫৭ রান।

মিরাজকে নিয়ে রমিজ বলেন, ‘মিরাজের মধ্যে প্রতিভা আছে। যেভাবে খেলে সে, তার শরীরী ভাষাও চমৎকার। সেভাবেই পারফর্ম করে। তার বোলিং অ্যাকশন অসাধারণ। তিন উইকেট পাওয়ার পাশাপাশি হাফসেঞ্চুরি করেছে মিরাজ। এর চেয়ে ভালো আর কী হতে পারে!’

এই জয় বিশ্বকাপে বাংললাদেশকে আত্মবিশ্বাস জোগাবে এবং সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে সাহায্য করবে বলেও মনে করেন রমিজ রাজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাকিব-মিরাজকে প্রশংসায় ভাসান রমিজ

আপডেট সময় : ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। এমন জয়ে বেড়েছে বাংলাদেশের আত্মবিশ্বাস। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ছাপিয়ে যান আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি। সাকিব-মিরাজের এমন পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে কথা বলেন সাবেক পাকিস্তানি তারকা ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রমিজ স্পিকসে সাকিব-মিরাজকে প্রশংসায় ভাসান রমিজ।

সাকিবকে নিয়ে রমিজ বলেন, ‘সাকিবের কাছে কোয়ালিটি আছে, অভিজ্ঞতা আছে। আফগানদের শুরুর দিকের ব্যাটারদের আউট করেছেন তিনি। যা বদলে দিয়েছে ম্যাচের চিত্র। সাকিবের জোড়া আঘাতের পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। একজন অধিনায়ক সবসময় চান নিজে পারফর্ম করতে, যাতে দল উৎসাহ পায়। সাকিব ঠিক সেটিই করেছেন।’

সাকিবের দেখানো পথেই আফগান ব্যাটারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন মিরাজ। ৯ ওভারে তিন মেইডেন দিয়ে ২৫ রান খরচায় তুলে নেন তিন উইকেট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের কাণ্ডারি হন মিরাজ। ৫৮ বলে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। শেষ পর্যন্ত করেন ৭৩ বলে ৫৭ রান।

মিরাজকে নিয়ে রমিজ বলেন, ‘মিরাজের মধ্যে প্রতিভা আছে। যেভাবে খেলে সে, তার শরীরী ভাষাও চমৎকার। সেভাবেই পারফর্ম করে। তার বোলিং অ্যাকশন অসাধারণ। তিন উইকেট পাওয়ার পাশাপাশি হাফসেঞ্চুরি করেছে মিরাজ। এর চেয়ে ভালো আর কী হতে পারে!’

এই জয় বিশ্বকাপে বাংললাদেশকে আত্মবিশ্বাস জোগাবে এবং সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে সাহায্য করবে বলেও মনে করেন রমিজ রাজা।