০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:২৪:০৮ অপরাহ্ন, রোববার, ৮ অক্টোবর ২০২৩
  • ৮৩ দেখেছেন

অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক ভারত। রোববার চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ভারত।

টস জিতে আগে অজিদের ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬ বল খেলে কোনো রান করেই বুমরাহর শিকার হন মিচেল মার্শ। এরপর দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথ। দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন অর্ধশতরানের জুটি। দলীয় ৭৪ রানের মাথায় ৪১ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। ১১০ রানের মাথায় সাজঘরে ফেরেন স্মিথও। তিনি করেন ৪৬ রান।

এরপর ভারতের স্পিন ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৬৫ রানের মাথায় তারা হারায় ৮ উইকেট। শেষদিকে মিচেল স্টার্ক ২৭ রান করায় ২০০ রানের লক্ষ্য দিতে পারে অস্ট্রেলিয়া। জাদেজা ১০ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। দলীয় ২ রানের মাথায় তারা হারায় রোহিত শর্মা, ইশান কিষাণ আর শ্রেয়াস আইয়ারকে। এরপর কোহলি ও রাহুল জুটি বেঁধে শুরুর অশনি সংকেত দূর করে দেন। দুজনেই করেন হাফ সেঞ্চুরি। ৭৫ বলে কোহলি ফিফটি করেন, পঞ্চাশ করতে ৭২ বল খেলেছেন রাহুল। কিন্তু জয়ের খুব কাছাকাছি গিয়ে কোহলিকে থামতে হয় ৮৫ রানে।

কোহলি ফিরলেও রাহুল জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ১১৫ বলে এই ব্যাটার করেন ৯৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জশ হ্যাজলউড।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ১৯৯ (ওয়ার্নার ৪১, মার্শ ০, স্মিথ ৪৬, লাবুশেন ২৭, ম্যাক্সওয়েল ১৫, ক্যারি ০, গ্রিন ৮, স্টার্ক ২৮, জাম্পা ৬, হ্যাজেলউড ১*; বুমরাহ ১০-০-৩৫-২, সিরাজ ৬.৩-১-২৬-১, পান্ডিয়া ৩-০-২৮-১, অশ্বিন ১০-১-৩৪-১, যাদব ১০-০-৪২-২, জাদেজা ১০-২-২৮-৩)

ভারত : ৪১.২ ওভারে ২০১/৪ (রোহিত ০, ইষান ৯, কোহলি ৮৫, শ্রেয়াস ০, রাহুল ৯৭*, পান্ডিয়া ১১*; স্টার্ক ৮-০-৩১-১, হ্যাজেলউড ৯-১-৩৮-৩, কামিন্স ৬.২-০-৩৩-০, ম্যাক্সওয়েল ৮-০-৩৩-০, গ্রিন ২-০-১১-০, জাম্পা ৮-০-৫৩-০)

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

আপডেট : ০৭:২৪:০৮ অপরাহ্ন, রোববার, ৮ অক্টোবর ২০২৩

অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক ভারত। রোববার চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ভারত।

টস জিতে আগে অজিদের ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬ বল খেলে কোনো রান করেই বুমরাহর শিকার হন মিচেল মার্শ। এরপর দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথ। দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন অর্ধশতরানের জুটি। দলীয় ৭৪ রানের মাথায় ৪১ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। ১১০ রানের মাথায় সাজঘরে ফেরেন স্মিথও। তিনি করেন ৪৬ রান।

এরপর ভারতের স্পিন ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৬৫ রানের মাথায় তারা হারায় ৮ উইকেট। শেষদিকে মিচেল স্টার্ক ২৭ রান করায় ২০০ রানের লক্ষ্য দিতে পারে অস্ট্রেলিয়া। জাদেজা ১০ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। দলীয় ২ রানের মাথায় তারা হারায় রোহিত শর্মা, ইশান কিষাণ আর শ্রেয়াস আইয়ারকে। এরপর কোহলি ও রাহুল জুটি বেঁধে শুরুর অশনি সংকেত দূর করে দেন। দুজনেই করেন হাফ সেঞ্চুরি। ৭৫ বলে কোহলি ফিফটি করেন, পঞ্চাশ করতে ৭২ বল খেলেছেন রাহুল। কিন্তু জয়ের খুব কাছাকাছি গিয়ে কোহলিকে থামতে হয় ৮৫ রানে।

কোহলি ফিরলেও রাহুল জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ১১৫ বলে এই ব্যাটার করেন ৯৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জশ হ্যাজলউড।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ১৯৯ (ওয়ার্নার ৪১, মার্শ ০, স্মিথ ৪৬, লাবুশেন ২৭, ম্যাক্সওয়েল ১৫, ক্যারি ০, গ্রিন ৮, স্টার্ক ২৮, জাম্পা ৬, হ্যাজেলউড ১*; বুমরাহ ১০-০-৩৫-২, সিরাজ ৬.৩-১-২৬-১, পান্ডিয়া ৩-০-২৮-১, অশ্বিন ১০-১-৩৪-১, যাদব ১০-০-৪২-২, জাদেজা ১০-২-২৮-৩)

ভারত : ৪১.২ ওভারে ২০১/৪ (রোহিত ০, ইষান ৯, কোহলি ৮৫, শ্রেয়াস ০, রাহুল ৯৭*, পান্ডিয়া ১১*; স্টার্ক ৮-০-৩১-১, হ্যাজেলউড ৯-১-৩৮-৩, কামিন্স ৬.২-০-৩৩-০, ম্যাক্সওয়েল ৮-০-৩৩-০, গ্রিন ২-০-১১-০, জাম্পা ৮-০-৫৩-০)