মিসরে পুলিশের গুলিতে ২ ইসরায়েলি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪৩৬ বার পড়া হয়েছে
গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলছে। এর মধ্যেই এবার শোনা গেল, মিসরে পুলিশের গুলিতে মারা গেছেন ২ ইসরায়েলি পর্যটক। এ ছাড়া গুলিতে মিসরের এক নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।
মিসরের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা বলছে, দেশটির আলেকজান্দ্রিয়া এলাকায় ইসরায়েলি পর্যটকদের টার্গেট করে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে তিনজন নিহতের প্রাথমিক তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।
ইসরায়েলি গোয়েন্দাদের যেভাবে বোকা বানাল হামাস ইসরায়েলি গোয়েন্দাদের যেভাবে বোকা বানাল হামাস
এক্সট্রা নিউজ নামের মিসরের একটি টেলিভিশন চ্যানেল বলছে, আলেকজান্দ্রিয়ার পম্পেই পিলারের পাশেই এই ঘটনা ঘটে। পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন। যে পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছেন, তাঁকে আটক করা হয়েছে।