ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনে কে এল–গেল, সেটা মুখ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে কে এল, কে গেল সেটা মুখ্য বিষয় না।’

রোববার বিকেলে নোয়াখালীর চাটখিল থানার ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। এ দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। জনগণ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা সন্ত্রাস, জঙ্গিবাদ তৈরী করার জন্য, অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি ও দেশকে অচল করার প্রচেষ্টা চালিয়েছে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

বিএনপিকে ইঙ্গিত করে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ যাদের সঙ্গে নেই, তারা যতই আস্ফালন দেখাক; তাতে কিছুই হবে না। কারণ, জনগণের শক্তিই আসল শক্তি। দেশে একটি সংবিধান রয়েছে। সংবিধান অনুযায়ী যা হবে, তাই আমরা করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে একটা নির্বাচন কমিশন আছে। সে নির্বাচন কমিশন ভোটের শিডিউল ঘোষণা করবে। তখন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদের যেভাবে পরিচালনা করবে, তারা সেভাবেই পরিচালিত হবে।’

সুষ্টু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমরা আশা করি। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, আপনারা কি ইয়াজ উদ্দিনের কথা ভুলে গেছেন? দেড় কোটি ভুয়া ভোটারের কথা ভুলে গেছেন? এই ভুয়া ভোটারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্দোলন করেছিলেন, স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে দেশে যে ভোট হচ্ছে, তা ওই আন্দোলনেরই ফসল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রশাসনের অধীনেই, নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’

এ সময় পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুর এ আলম মিনা, স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন উপস্থিত ছিলেন।

পরে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে কে এল–গেল, সেটা মুখ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে কে এল, কে গেল সেটা মুখ্য বিষয় না।’

রোববার বিকেলে নোয়াখালীর চাটখিল থানার ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। এ দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। জনগণ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা সন্ত্রাস, জঙ্গিবাদ তৈরী করার জন্য, অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি ও দেশকে অচল করার প্রচেষ্টা চালিয়েছে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

বিএনপিকে ইঙ্গিত করে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ যাদের সঙ্গে নেই, তারা যতই আস্ফালন দেখাক; তাতে কিছুই হবে না। কারণ, জনগণের শক্তিই আসল শক্তি। দেশে একটি সংবিধান রয়েছে। সংবিধান অনুযায়ী যা হবে, তাই আমরা করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে একটা নির্বাচন কমিশন আছে। সে নির্বাচন কমিশন ভোটের শিডিউল ঘোষণা করবে। তখন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদের যেভাবে পরিচালনা করবে, তারা সেভাবেই পরিচালিত হবে।’

সুষ্টু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমরা আশা করি। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, আপনারা কি ইয়াজ উদ্দিনের কথা ভুলে গেছেন? দেড় কোটি ভুয়া ভোটারের কথা ভুলে গেছেন? এই ভুয়া ভোটারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্দোলন করেছিলেন, স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে দেশে যে ভোট হচ্ছে, তা ওই আন্দোলনেরই ফসল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রশাসনের অধীনেই, নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’

এ সময় পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুর এ আলম মিনা, স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন উপস্থিত ছিলেন।

পরে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।